ঢাকা ১৩ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট কপ-২৯ সম্মেলন: বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হারিছ চৌধুরীর মৃত্যু রহস্যের জট খুলল আলুর বিক্রি নেমেছে অর্ধেকে সাভারে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ ভুল-ত্রুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন না: অর্থ উপদেষ্টা বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি: রিজভী ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

#

১০ নভেম্বর, ২০২৪,  2:34 PM

news image

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ পরীক্ষার চূড়ান্ত তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। আর ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর জানান, আজ রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এই তারিখ সবার সম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবে বরাত হতে পারে। শবে বরাত ছাড়াও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। এছাড়াও বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম