ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে : উপদেষ্টা আসিফ গণমাধ্যমের সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে: আলী রীয়াজ খালেদা জিয়াকে সাজা দেয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বাংলাদেশ একটা দুর্ঘটনার ‘ডিপো’: স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ চবিতে ফের সংঘর্ষ, উপ-উপাচার্যসহ আহত ২০ পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩ এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

এবার ‘উইচ্যাট’ নিষিদ্ধের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া!

#

আইটি ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩,  11:00 AM

news image

অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সরকারি ডিভাইসে চীনা মেসেজিং অ্যাপ ‘উইচ্যাট’ নিষিদ্ধ করার সুপারিশ করেছেন। এর আগে, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ পশ্চিমা মিত্রদের সঙ্গে মিল রেখে সরকারি ডিভাইসে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করে দেশটি। রয়টার্স খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিদেশি শক্তিগুলো কীভাবে অস্ট্রেলিয়ায় হস্তক্ষেপ করে তা তদন্ত করে অস্ট্রেলিয়ার সিনেট কমিটি। এর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য বেশ কয়েকটি নিয়ম এবং বিধিনিষেধের সুপারিশ করে ওই কমিটি। গত মঙ্গলবার (১ আগস্ট) দেওয়া ওই তদন্ত প্রতিবেদনে সরকারি ডিভাইসগুলোতে চীনা মেসেজিং অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। কমিটির চেয়ারম্যান সিনেটর প্যাটারসন এক বিবৃতিতে বলেন, টিকটক ও উইচ্যাটের মতো প্রতিষ্ঠানগুলো জাতীয় নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে, কারণ তাদের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স অ্যান্ড টেনসেন্ট এর সদর দপ্তর চীনে অবস্থিত। বিবৃতিতে তিনি বলেন, টিকটক এবং উইচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলো কর্তৃত্ববাদী শাসকদের নিয়ন্ত্রণের অধীন, যা সংবেদনশীল সরকারি তথ্যের জন্য বিস্তৃত সাইবার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে। লিবারেল পার্টির সিনেটর জেমস প্যাটারসনের নেতৃত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈদেশিক হস্তক্ষেপ সম্পর্কিত পাঁচ সদস্যের কমিটিতে ক্ষমতাসীন লেবার পার্টির দুই সদস্য রয়েছেন। যদিও প্রতিবেদনের সুপারিশগুলো বাধ্যতামূলক নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম