ঢাকা ০৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ব্যাংক এশিয়ার সাবেক শাখা ব্যবস্থাপকের মৃত্যু: গৃহহীন স্ত্রী-সন্তানদের পাশে ব্যাংক কর্তৃপক্ষ না থাকায় রংপুর জুড়ে সমালোচনার ঝড় জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে: অর্থ উপদেষ্টা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান সিরিজ বাঁচাতে আগে ব্যাট করছে বাংলাদেশ শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’ নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : প্রেস সচিব চীনে সন্তান জন্ম দিলেই মিলবে টাকা ৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

এবার এমডির অপসারণ দাবিতে উত্তাল এফডিসি

#

বিনোদন প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২২,  4:20 PM

news image

সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চলচ্চিত্রের বাকি ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশ করতে না দেয়ার ঘটনায় উত্তাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসি। প্রতিবাদে এফডিসির এমডির অপসারণসহ তিন দফা দাবি ঘোষণা করেছেন ওই ১৭ সংগঠনের নেতারা । এফডিসির ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এফডিসির এত বছরের ঐতিহ্য ভেঙে নিষেধাজ্ঞা দেয়ায় অপমানিত বোধ করেছেন ওই ১৭ সংগঠনের সদস্যরা। এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনকে আজ থেকে কর্মস্থলে ঢুকতে না দেয়া এবং তার অপসারণের দাবি জানিয়েছেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান নেন চলচ্চিত্রের ১৭ সংগঠনের নেতাকর্মীরা। তবে এর আগেই এফডিসিতে প্রবেশ করেন এমডি নুজহাত ইয়াসমিন। এই ইস্যুতে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে সংগঠনগুলোর নেতারা বলেন, প্রয়োজনে কর্মবিরতির ঘোষণাও দেয়া হতে পারে। রোববার বেলা ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দপ্তরের সামনে নুজহাত ইয়াসমিনের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। এর আগে, সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে তার পদত্যাগের দাবি জানান প্রযোজক ও পরিচালকরা। শনিবার এক সংবাদ সম্মেলনে এমডির পদত্যাগ চেয়ে কর্মসূচি ঘোষণার পর রোববার সকাল ৯টা থেকে সমাবেশে যোগ দিতে শুরু করেন ১৭টি সংগঠনের সদস্যরা। এ বিষয়ে শনিবার ১৭ সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, এমডি নুজহাত ইয়াসমিনকে ৩০ জানুয়ারি থেকে এফডিসিতে ঢুকতে দেয়া হবে না। তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন। প্রয়োজনে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এমডিকে। ১৭ সংগঠনের নেতাদের সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখার কর্মসূচিও আসতে পারে। সূত্র : .independent24.com

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম