ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

এবার অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  3:01 PM

news image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে পানগাঁও ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। আজ রবিবার বেলা ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই নারী জানিয়েছেন, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। এদিকে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)। পেশায় দুজনই অটোরিকশাচালক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম। তিনি বলেন, ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা।

স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল শনিবার বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন। সদরঘাট থেকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় যেতে যেতে রাত হয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে ওই দুই যুবক নারীটিকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে  নিয়ে যায়। সেখানে আরও দুজন আগে থেকেই ছিল। ওসি আরও বলেন, তিনজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে নারীটির চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। এ সময় বাকি দুজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে জানিয়ে মাযহারুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, ওই নারী হিন্দু সম্প্রদায়ের। পরিবারকে না জানিয়ে এক মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ার পরে তিনি বাবার বাড়িতে যান। কিন্তু পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়।পরে তিনি ঢাকায় কাজের খোঁজে চলে আসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম