ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে পাঁচ ইসলামি ব্যাংকের টাকা যেভাবে ফেরত পাবেন গ্রাহকরা ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে: ফখরুল তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের সদরপুর চর চাদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও উঠান বৈঠক কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুখবর হ্যাকড হওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট উদ্ধারে মেটার নতুন উদ্যোগ ভোট দিতে ২ লাখ ২৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

এনবিআরের 'অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল' চালু

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  10:54 AM

news image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে ভ্যাট ফেরত (রিফান্ড) আবেদন, প্রক্রিয়াকরণ এবং করদাতার ব্যাংক হিসাবে সরাসরি অর্থ স্থানান্তরের লক্ষ্যে ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু করেছে। এ পদ্ধতির মাধ্যমে বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (iVAS) ও অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস (iBAS++) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। ফলে, করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) এর মাধ্যমে সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক হিসাবে স্থানান্তর করা সম্ভব হবে। অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলের মাধ্যমে করদাতারা মূসক রিটার্ন দাখিলের সময় প্রাপ্য ভ্যাট ফেরতের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদনটি যাচাই-বাছাই শেষে অনলাইনে অনুমোদন দিলে অর্থ স্বয়ংক্রিয়ভাবে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হবে। এই প্রক্রিয়ায় করদাতাদের ভ্যাট অফিসে গিয়ে রিফান্ড আবেদন বা চেক গ্রহণ করতে হবে না- ফলে সময় ও খরচ সাশ্রয় হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এনবিআর জানিয়েছে, মডিউলের মাধ্যমে নতুন আবেদন জমা দিতে পূর্বে ম্যানুয়াল বা অনলাইন পদ্ধতিতে দাখিলকৃত অনিষ্পন্ন রিফান্ড আবেদনগুলো মূসক-৯.১ ফরমে নতুন করে দাখিল করতে হবে। অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল ভ্যাট কমিশনারেট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। করদাতারা প্রয়োজনে সংশ্লিষ্ট কমিশনারেট অফিসে যোগাযোগ করে অনলাইনে রিফান্ড প্রাপ্তি সম্পর্কিত তথ্য ও সহযোগিতা নিতে পারবেন। এনবিআর বলেছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের কর প্রশাসনের ডিজিটালাইজেশন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল এবং ভবিষ্যতে সব কার্যক্রমকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার উদ্যোগ অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম