এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি, ২০২৫, 2:10 PM
নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি, ২০২৫, 2:10 PM
এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে: রিজভী
আওয়ামী লীগ সরকারের আমলের মতো বর্তমানেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদলকর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।’এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘বর্তমান সরকারের কাঁধে ভর করে ফ্যাসিবাদী শক্তি আবারও যেন ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে এক থাকতে হবে।’ জনগণের সরকার প্রতিষ্ঠায় অবিলম্বে নির্বাচন দেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।