ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

একাদশে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যেসব কলেজ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  11:04 AM

news image

নীতিমালা প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরও ভর্তি কার্যক্রম তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ জুলাই এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত। এ ধাপের ফলাফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব কলেজের শুধু স্থাপন অনুমতি রয়েছে, কিন্তু পাঠদানের অনুমতি নেই—সেসব প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না। এছাড়া অনুমোদিত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনুমোদনহীন ক্যাম্পাস বা বিষয়ের অধীনে ভর্তিও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। খসড়া অনুযায়ী, শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে। এ বছর আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা করা হতে পারে। আবেদনকারীদের মধ্য থেকে মেধা, কোটা (যদি প্রযোজ্য হয়) ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম