ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

একটি লেবুর দাম ১৮ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  12:39 PM

news image

রমজানে ঢাকার বাজারে ভালোমানের একটি এলাচি লেবুর দাম ১৮ টাকা। ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে। রমজানে ইফতারিতে লেবুর শরবত একটি জনপ্রিয় পানীয়। নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের কাছে নির্বিবাদে জনপ্রিয় এ পানীয়। তবে এ রমজানে লেবুর শরবত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কাছে পরিণত হয়েছে বিলাসী পানীয়তে। যখন একটি লেবুর দাম ১৭-১৮ টাকা, তখন দিন শেষে গলা ভেজানোর জন্য লেবুর শরবত খাওয়া অনেকের জন্যই অধরা থেকে যায়। মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের এক হালি এলাচি লেবু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। সেই হিসাবে একটা লেবুর দাম ১৭ দশমিক ৫০ টাকা। সরেজমিনে রাজধানীর জিগাতলা,

ধানমন্ডি, কাঁঠালবাগান ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে খুচরা বাজারে এলাচি লেবুর হালি ৪০, ৫০ ও ৭০ টাকা। পাইকারি দামও প্রায় একই। কারওয়ান বাজারে পাইকারি বিক্রেতারাও প্রতি হালি এলাচি লেবু বিক্রি করছেন সর্বোচ্চ ৬০ টাকায়। তবে মানভেদে ৩০ টাকা হালিতেও লেবু বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। জিগাতলায় ইফতারির আগে লেবু কিনতে বেরিয়েছিলেন সরকার আরিফ নামে এক মধ্যবয়সী ভদ্রলোক। লেবুর দামের ব্যাপারে তিনি বলেন, লেবু এখন বড়লোকের খাবার। নিম্নবিত্তের সাধ্য নেই লেবু কিনে খাওয়ার। বাজারে লেবুর সরবরাহ থাকলেও যে দাম তাতে রমজানে লেবুর শরবত খেতে পারব বলে মনে হচ্ছে না। বাজারে এলাচি লেবুর বাইরে সাধারণত কলম্বো, কাগজি ও টাঙ্গাইলের বিচিহীন লেবু পাওয়া যায়। তবে বাজারে এখন এলাচি লেবুর সরবরাহই বেশি। সুগন্ধি লেবু হিসেবে খ্যাত কলম্বো লেবুর সরবরাহও মন্দ নয়। এ লেবুর হালি ৫০ টাকা, অর্থাৎ প্রতিটির দাম সাড়ে ১২ টাকা। বাংলাদেশে লেবুর চাষ বেশি হয় সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলে। পাহাড়ি এলাকা হওয়ায় এসব অঞ্চল লেবু চাষের উপযোগী। তবে এখন সমতলেও লেবুর ভালো ফলন হয়। ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী, উত্তরাঞ্চলের নাটোর কিংবা দক্ষিণের যশোরের মতো জেলায় লেবুর চাষ বাড়ছে। খোঁজ নিয়ে দেখা যায়, সিলেটের শ্রীমঙ্গলে আড়ত থেকে লেবু কেনা হচ্ছে ২ টাকা দরে। খুচরা বাজারে এসে ২ টাকার লেবু হয়ে যায় ৮ টাকা। ঢাকার বাজারে একই লেবুর দাম বেড়ে যায় দুই থেকে তিনগুণ। সূত্র: সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম