ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আমারও বলব বাংলা-বিহার-উড়িষ্যা ফিরিয়ে দাও: রিজভী দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে বসালো জিপিএস ট্র্যাকার নতুন মামলায় সাবেক ৪ মন্ত্রীসহ গ্রেফতার ৯ পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি সব নাগরিকের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্প!

উড়িরচরে আধিপত্য বিস্তার নিয়ে নবী গ্রুপের প্রধান নবীর দুই পায়ের রগ কেটে দু'চোখ তুলে নিল সন্ত্রাসীরা

#

০৩ ডিসেম্বর, ২০২৪,  12:29 PM

news image

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপের বিছিন্ন ইউনিয়ন উড়ির চরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নবী গ্রুপের প্রধান নবীর  দুই পায়ের রগ কেটে  ও দুই চোখ তুলে  নেয়ার অভিযোগ উঠেছে  নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী শাহীন গ্রুপের প্রধান শাহীনের বিরুদ্ধে। জানাগেছে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের মধ্যে  চলতে থাকে দ্বন্দ্ব। ৩০ নভেম্বর রাতে বারআউলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে  শাহীন  গ্রুপের সন্ত্রাসীরা নবী উপর এলোপাতাড়ি গুলি ও  হামলা চালায় বলে স্হানীয়সূত্রে জানাগেছে।  একপর্যায়ে  নবী কে ধরে নিয়ে সন্দ্বীপের উড়ির চর ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ  সীমানায় ৬নং ওয়ার্ডের চরবালুয়া  তে  নবীর দুই পায়ের রগ কেটে  ও দুই চোখ তুলে নেয় শাহীন গ্রুপের সন্ত্রাসীরা।

শাহীনের  নামে সন্দ্বীপ  থানায়  ডাকাতি, হত্যার, দস্যুতা ও অস্ত্রসহ আট টি মামলা এবং নোয়াখালী কোম্পানিগঞ্জ  থানায়  ডাকাতি হত্যা  ও ফরেস্ট এর দশটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত ছিলেন শাহীন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আশ্রাফ সহ শতাধিক সন্ত্রাসী।  শাহীন গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ  সন্দ্বীপের উড়ির চর ও কোম্পানিগঞ্জের চরবালুয়ার  জনজীবন। সম্প্রতি  উড়িরচরের বাতানি বাজারের  আবদুল বাতেন এর ছেলে মুমিন কে জিম্মি করে দুই লাখ টাকা চাঁদা নেয় বলে  জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এছাড়াও স্হানীয়   চাষি  আরিফ এর কাছ থেকে  একশত সত্তর মণ রাজাশাইল ধান যার বাজার মূল্য এক লাখ একাশি  হাজার টাকা, সুমন প্রকাশ বুলেট সুমনের সাতশো ষাট মণ যার বাজার মূল্য  আট লাখ  পঁয়ত্রিশ হাজার টাকা।

জাহাঙ্গীর নামের আরেক চাষার একশত পঁয়ত্রিশ মণ যার বাজার দর এক লাখ আটচল্লিশ হাজার টাকা।জিলাপি ওয়ালা সহ অনেক চাষিকে জিম্মি করে ধান নিয়ে  যায় বলে জানাগেছে। চাঁদা দিতে  না চাইলে  মারধর অত্যাচার  নির্যাতন  জুলুমের শিকার ছিল এখানকার বাসিন্দাদের নিত্য সঙ্গী। আর এসব কালেকশন করে শাহীন গ্রুপের অস্ত্রধারী  সোহেল প্রকাশ বোমা সোহেল নামের একজন। এ বিষয়ে নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আজিম এর কাছে জানতে চাইলে তিনি  বলেন ঘটনার  খবর পেয়ে  আমরা  ঘটনাস্থলে  যায় এবং তদন্ত অব্যাহত আছে  থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম