ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
বিএনপি ক্ষমতায় গেলে আ.লীগসহ সবার তদন্ত হবে : শামসুজ্জামান দুদু আহতদের দেখতে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা বিডিআর বিদ্রোহের দিনকে ‘জাতীয় সেনা দিবস’ ঘোষণা সচিব পদে পদোন্নতি পাচ্ছেন আরও ৯ কর্মকর্তা এস আলম পরিবারের ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার ফ্রিজের নির্দেশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে যা বললেন ইসি আনোয়ার শহিদ মিনারে অবস্থান করছে কুয়েট শিক্ষার্থীরা এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি বদলে গেল শেখ পরিবারের নামে থাকা ৪ নৌযানের নাম মোজাম্মেল ও তার সনদ নিয়ে যা বললেন মুক্তিযোদ্ধারা

উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:07 AM

news image

চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল থেকে ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক তথ্যটি নিশ্চিত করেন। এর আগে, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করা হয়। এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চার দিন বন্ধ থাকার পর মেরামত শেষে গতকাল (শনিবার) থেকে উৎপাদন শুরু করা হয়। জানা গেছে, ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি থেকে প্রতিদিন ৭০/৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এটি চালু রাখতে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টন কয়লার প্রয়োজন পড়বে। বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট হলেও ১ নম্বর ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট দুটি এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ২০২০ সালে নভেম্বর থেকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টায় বয়লারের পাইপ ফেটে ও বিয়ারিং ভেঙে গেলে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, মেরামত শেষে ইউনিটটির বয়লারে ফায়ারিং করা হয়। বিকেল থেকে বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৩ নম্বর ইউনিটটির মেরামত কাজ চলমান রয়েছে। দ্রুতই সেটিও বিদ্যুৎ উৎপাদনে ফিরবে আশা করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম