ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
নুরের খোঁজ নিয়ে গভীর উদ্বেগ জানালেন খালেদা জিয়া বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ত্বকের বলিরেখা কমাতে ফলের রস ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন তিন দলের সঙ্গে আজ বিশেষ বৈঠকে বসছেন ড. ইউনূস আরও দেড় দিন আইসিইউতে থাকবেন নুর মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০ ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন জাবির তিন শিক্ষার্থী

#

৩১ ডিসেম্বর, ২০২৪,  10:49 AM

news image

উপাচার্যের আশ্বাসে অনশন কর্মসূচি থেকে সরে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন দফা দাবিতে অনশন করা তিন শিক্ষার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে দীর্ঘ ৩৪ ঘণ্টা অনশনের পরে উপাচার্যের আশ্বাসে তারা অনশন কর্মসূচি থেকে সরে আসেন।  অনশনরত শিক্ষার্থীরা হলেন— আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা ও একই ব্যাচের শিক্ষার্থী রফা রওনক। এদের মধ্যে রাফা রওনক সোমবার সন্ধ্যায় অসুস্থ হলে তাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেলে নেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসলেও প্রশাসন বিষয়টি গুরুত্ব দেননি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সভায় দাবিগুলো নিয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা আমরণ অনশনে বসেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা তাদের সবগুলো দাবি মেনে নিয়েছি। একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট মিটিংয়ে এই দাবিগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। একটা বিভাগের নিজস্ব কোনো রুম নাই এটা খুবই দুঃখজনক। এর আগে রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম