উন্নয়ন কর্মকাণ্ডে ভুমিকা রাখায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এলাকাবাসীর সংবর্ধনা
২৩ সেপ্টেম্বর, ২০২৫, 4:01 PM
NL24 News
২৩ সেপ্টেম্বর, ২০২৫, 4:01 PM
উন্নয়ন কর্মকাণ্ডে ভুমিকা রাখায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এলাকাবাসীর সংবর্ধনা
ফয়জুল ইসলামঃ আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির কে সাফল্যের ১বছর বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধণা দিলো ০১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। কালারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির যুগ সাধারণ সম্পাদক আবুল বাশার, প্যানেল চেয়ারম্যান ২ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন রানা। ৬ নং,ওয়ার্ডের মেম্বার ফারুক হাসান সফিক,পাথালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম এবং ০১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল রশিদসহ এলাকার গণ্যমান্য ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা এবং সার্বিক তত্বাবধানে ছিলেন পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক। প্রধান অতিথি জহিরুল ইসলাম জহির বলেন, প্রথমেই আমি ০১ নং ওয়ার্ডের জনগণকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এতো সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি আপনাদের ভালোবাসায় আবেগ আপ্লূত এবং অভিভূত। ১বছর ধরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সরকারি বরাদ্দ নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেছি। আমার ইচ্ছা পাথালিয়া ইউনিয়নকে একটি আদর্শ এবং উন্নয়নের রুল মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করবো। ইতিমধ্যেই আমি অসংখ্য রাস্তাঘাট মেরামত, সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ করেছি। আমার ইউনিয়নের উন্নতিকল্পে আমি সারাক্ষণ সাভার উপজেলা চত্বরে দৌড়াদৌড়ি করি। আমি কিছু পেতে আসিনি বরং আপনাদের সেবা দেওয়ার জন্যই এসেছি।আমার জন্য আপনারা দোয়া করবেন।