উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
২৫ ফেব্রুয়ারি, ২০২৫, 4:30 PM

NL24 News
২৫ ফেব্রুয়ারি, ২০২৫, 4:30 PM

উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
ইয়াছির আরাফাত খোকন, প্যারিস, ফ্রান্স – উত্তরের শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল প্যারিসের সেন্ট-ডেনিস এলাকার শাহপরান রেস্টুরেন্ট এন্ড সুইটে অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি জনাব পারভেজ আহমেদ। তিনি বলেন, “উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে প্রবাসীদের নানা সমস্যা সমাধানে কাজ করছে। ইউরোপে নতুন আসা প্রবাসীরা বসবাস, কাজ ও ভাষাগত বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। আমরা তাদের সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।” তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে আগামী রমজান উপলক্ষে বাংলাদেশে নিম্নআয়ের মানুষদের নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও, দেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ বলেন, “আমরা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে চাই। বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য আমরা সকলকে উৎসাহিত করব।” অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংগঠনের পক্ষ থেকে ফ্রান্সে মৃত্যুবরণ করা প্রবাসীদের লাশ দেশে প্রেরণে সহায়তা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ । এতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ইলিয়াস আলী, কামরুল ইসলাম, কয়েছ আহমদ বকুল, মোস্তফা উদ্দিন, শাহাব উদ্দিন আহমদ, আব্দুল লতিফ সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও, সহসভাপতি শরীফ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মো. জামাল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম (গৌছ), সহ অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক বিলাল আহমেদ, ক্রীড়া ও নবীন বরণ সম্পাদক মুহিবুর রহমান, সহ ক্রীড়া ও নবীন বরণ সম্পাদক ইমরান আহমেদ উপস্থিত ছিলেন। সাবেক কমিটির সাধারণ সম্পাদক সাদিক তাজিন, প্রচার সম্পাদক মিফতা উদ্দিন মাসুমসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে ও ভাষা শহীদের সরণে দোয়া করা হয়। এ আয়োজনে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।