ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বলার পরও বাদ দেয়া হয়নি: সালাহউদ্দিন আসামিদের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সড়ক বিভাজনে থাকা অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন ইউএনও দিচ্ছেন চিকিৎসাসেবা বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

উত্তরা পশ্চিম থানায় শিক্ষার্থীদের হামলা, এসআই প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  10:42 AM

news image

বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পরে ওই এসআইকে ক্লোজড করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। এছাড়া তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় তারা লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় হামলা চালায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদ। এর পরেই আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে নিতে সন্ধ্যায় থানায় হামলা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। থানায় হামলার খবর শুনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছুটে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে হামলাকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। তবে এডিসি আহম্মদ আলী জানিয়েছেন, কোনো পুলিশ সদস্য আহত হয়নি। থানায়ও হামলা হয়নি। তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় শিক্ষার্থীরা থানায় জড়ো হয়ে গেট ধাক্কা-ধাক্কি করেছে। এতে উত্তেজনা তৈরি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম