ইহুদি ও মুসলিমদের ভোট পেতে কমলার দ্বিমুখী প্রচারণা
আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর, ২০২৪, 10:52 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর, ২০২৪, 10:52 AM
ইহুদি ও মুসলিমদের ভোট পেতে কমলার দ্বিমুখী প্রচারণা
আগামীকাল ৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবারই শেষ হচ্ছে প্রচারণা। এবারের প্রচারণায় ভোটারদের পক্ষে টানতে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্প নানা কৌশল অবলম্বন করেছেন। অভিযোগ উঠেছে, এক্ষেত্রে কমলা অনেকটাই দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন। দোদুল্যমান রাজ্য মিশিগান ও পেনসিলভেনিয়ার ইহুদি-মুসলিম ভোটারদের নিজের পক্ষে টানতে এমন কৌশল অবলম্বন করেছেন তিনি। পেনসিলভানিয়ার ইহুদি ভোটারদের আকৃষ্ট করতে গত মাসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ফেসবুক বিজ্ঞাপনের ওপর আলোকপাত করে মার্কিন সংবাদসংস্থা সিএনএন। যেখানে দেখা যায়, হ্যারিস তার ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া বক্তৃতায় ইসরায়েলের আত্মরক্ষায় পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বক্তব্যে তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই- আমি সবসময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব। ইসরায়েলের নিজেকে রক্ষা করার ক্ষমতা আমি সবসময় নিশ্চিত করব। কারণ ইসরায়েলের জনগণকে আর কখনও সেই ভয়াবহতার মুখোমুখি হতে হবে না, যা হামাস নামে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ ৭ অক্টোবর অবর্ণনীয় গণহত্যাসহ ঘটিয়েছে। ইরান ও ইরান সমর্থিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় যেকোনও পদক্ষেপ নিতে কখনওই দ্বিধা করবেন না বলেও জানান কমলা। এদিকে মিশিগানের আরব-আমেরিকানদের লক্ষ্য করে কমলার প্রচারণার পৃথক আরেকটি বিজ্ঞাপনে দেখা যায়, তিনি গাজার বেসামরিক নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমলা গাজার দুর্ভোগ নিরসনে কাজ করছেন। বিজ্ঞাপনে হ্যারিস বলছেন, গত নয় মাসে গাজায় যা ঘটেছে তা ধ্বংসাত্মক। নিজেদেরকে দুর্ভোগের কাছে ছেড়ে দিতে পারি না এবং আমি নীরব থাকব না। একই বিজ্ঞাপনে প্রদর্শিত অন্য একটি বক্তব্যে কমলা বলেছেন, আমাদের সাধারণ মানবতা আমাদের কাজ করতে বাধ্য করে। সূত্র: সিএনএন