ইসি গঠনে আ .লীগের ৪ প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২২, 8:19 PM

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২২, 8:19 PM

ইসি গঠনে আ .লীগের ৪ প্রস্তাব
নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপে চার দফা প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল এসব প্রস্তাব দেয়। পরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করে আওয়ামী লীগ। এসময় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। আরও পড়ুন: ইসি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ. লীগ: কাদের
আওয়ামী লীগের প্রস্তাবগুলো হলো-
# সংবিধানের অনুচ্ছেদ ১১৮-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি সিইসি এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ দেবেন।
# সিইসি এবং অন্যান্য কমিশনারদের নিয়োগে রাষ্ট্রপতি যেরূপ বিবেচনা করবেন, সেই প্রক্রিয়ায় নিয়োগ দেবেন।
# এ নিয়ে আইন প্রণয়ন করা যেতে পারে।
# সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
এর আগে বিকেল পৌনে ৪টায় বঙ্গভবনে পৌঁছায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। সোয়া ৫টায় বৈঠক শেষে করে তারা।