ঢাকা ১৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪ ৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ

ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনেও নগরভবন অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৫,  11:20 AM

news image

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ করানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।  বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন ডিএসসিসির বৈধ মেয়র। অথচ এখনও তাকে শপথ করানো হয়নি, যা তারা ‘বিচার বিভাগের অবমাননা’ হিসেবে দেখছেন। তারা এর দ্রুত সমাধান দাবি করছেন। গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। তবে এখন পর্যন্ত তার শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ইশরাকের সমর্থকরা। প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন পুরান ঢাকার জনগণের কাছে দীর্ঘদিন ধরেই পরিচিত ও জনপ্রিয়। বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই পুরান ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা, যারা ২০২০ সালের সিটি নির্বাচনে ইশরাককে ভোট দিয়েছিলেন। বিক্ষোভকারীরা জানান, জনগণের রায়কে উপেক্ষা করে শপথ গ্রহণে বিলম্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাদের একমাত্র দাবি- আদালতের রায়ের আলোকে ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়ানো হোক এবং মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। বিক্ষোভকারীরা এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না তাদের দাবি বাস্তবায়িত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম