ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

ইলিয়াসের সঙ্গে সংসার করতে চান সুবাহ, তবে....

#

বিনোদন প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  1:01 PM

news image

স্বামী ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করার পর ফের লাইভে এসেছেন নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। সেখানে স্বামীর বিরুদ্ধে সুবাহ অনেক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ‘ইলিয়াস আমাকে সন্দেহ করতো। আমাকে ছবির ডাবিংয়ে যেতে বাধা দিতো। গালিগালাজ করতো, পতিতা বলতো।’ তারপরও ইলিয়াসের সঙ্গে এখনো সংসার করতো চান সুবাহ। তবে তার আগে স্বামীর বিচার চান তিনি। গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। একমাস না যেতেই তাদের সংসার ভাঙার খবর সংবাদমাধ্যমে এসেছে। ইলিয়াস সুবাহর বিরুদ্ধে জিডি করেছেন।

তার ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছেন সুবাহ। মঙ্গলবার লাইভে এসে মডেল-অভিনেত্রী সুবাহ অভিযোগ করেন, ‘ইলিয়াসের নির্যাতনের শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু স্বামী হওয়া সত্ত্বেও ইলিয়াস তাকে দেখতে আসেনি।’ সুবাহ বলেন, ‘সে ভেবেছিল আমার অনেক টাকা। এজন্য সে আমাকে বিয়ে করেছিল। বিয়ের পরে যখন জানলো টাকা নাই, তখন আমাকে সে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দিতো। বিভিন্নভাবে আমাকে নির্যাতন করতো।’  এত নির্যাতন সহ্য করার পরও ইলিয়াসের সঙ্গে ‘নুন খেয়ে হলেও সংসার করতে চান’ বলে জানিয়েছেন সুবাহ। তিনি বলেন, ‘কোনো মেয়েই চাইবে না তার সংসারটা ভাঙুক। আমার অতীত জেনে শুনে ইলিয়াস আমাকে বিয়ে করেছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপর সংসার।’ সুবাহর করা মামলার বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগে ৩ জানুয়ারি দিবাগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ। মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম