ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এখনো পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

ইলিশ সংরক্ষনের নিষেধাজ্ঞায় মধ্যরাত থেকে কর্মহীন ভোলার ২ লাখ জেলে

#

০৪ অক্টোবর, ২০২৫,  10:42 AM

news image

আহসানুল হক সাদ্দাম: ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ সংরক্ষণে আজ শুক্রবার  মধ্যরাত থেকেই শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পরবে জেলার দুই লক্ষাধিক জেলে। ইতোমধ্যে সমুদ্র থেকে ফিরে এসেছে অধিকাংশ ফিসিং ট্রলার। জাল নৌকা নিরাপদ হেফাজতে রাখতে দেখা গেছে অনেককে। আর জনসচেতনতা মূলক প্রচার প্রচারণার পাশাপাশি নিষেধাজ্ঞা কার্যকরের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানোর বিষয়ে আশাবাদী মৎস্যবিভাগ। শুক্রবার মধ্যরাত  থেকে ১৫ অক্টোবর ২২দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এসময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ৩ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মাছ ধরতে পারবে জেলেরা। তাই শেষ মুহুর্তে কেউ ছুটছেন ইলিশের আশায় নদীতে। আবার কেউ কেউ ইলিশ শিকার করে ঘাটে ফিরছেন। এদিকে শিষেধাজ্ঞা শুরুর আগেই সাগর থেকে ঘাটে ফিরে এসেছে অধিকাংশ ফিসিং ট্রলার। বেলা বাড়ার সাথে সাথে নদীর তীরে নৌকা ট্রলার নোঙর করে জাল ও অন্যান্য মালামাল নিরাপদে সরিয়ে নিতে দেখা গেছে অনেককেই। অভিযান সফল করতে জেলেদের পক্ষ থেকেও নেয়া হচ্ছে প্রস্তুতি। এদিকে বসে নেই মৎস্য বিভাগও। অভিযান সফল করতে গত কয়েকদিন ধরে ঘাটসভা, ব্যানার, ফেস্টুন আর মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সভা করে যাচ্ছে। তবে নদীতে ইলিশের আকালের মধ্যেই  নিষেধাজ্ঞায় কিছুটা হতাশ জেলেরা। এতে তাদের আশা পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিযান কালিন পরিবার পরিজনের ভরন পোষণের জন্য সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জানিয়েছেন জেলেরা। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা সাধারণ সম্পাদক মো. এরশাদ ফরাজি জানান, বিগত বছরের তুলনায় এবার মাছ কম পেয়েছে। এতে সংকটে পড়েছেন জেলেরা। নিষেধাজ্ঞা শুরুতেই সরকারি সহায়তা বিতরণে দাবি জানিয়ে তিনি বলেন, সরকারি সহায়তা না হলে জেলেদের পক্ষে  সংসার চালানো কস্টের হবে। এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, প্রচার প্রচারণার পাশাপাশি মেঘনা ও তেঁতুলিয়া নদী জালমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য জেলা ও উপজেলা টাস্কফোর্সের সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় নিষেধাজ্ঞার ২২ দিন ২৪ঘন্টা নদীতে অভিযান পরিচালনা করবেন তারা। নিষেধাজ্ঞা কালিন সহায়তা হিসাবে কর্মহীন ১লাখ ৪৩ হাজার ৪৩৮ জেলের জন্য ৩ হাজার ৫৮৫ মে. টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার ২২ দিনে পরিবার প্রতি  ২৫ কেজি করে চাল দেয়া হবে। বরাদ্দের চাল দ্রুত বিতরণের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য অফিসার।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম