ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৪,  10:38 AM

news image

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনায় মুখ খুলেছে সৌদি আরব। গেল বছর চীনের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় রিয়াদ। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে, কাছাকাছি এসেছে দেশ দুটি। এবার নিজেদের নতুন মিত্র ইরানের ওপর ইসরায়েলের চালানো হামলায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়,ইরানে ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও জানিয়েছে দেশটি। 

সৌদি সরকার এক বিবৃতিতে বলেছে, রিয়াদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক লক্ষ্যবস্তুর নিন্দা জানাচ্ছে, যা দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। এ অঞ্চলে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি এবং এখানকার দেশ ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির বিরুদ্ধে নিজের অটল অবস্থান ব্যক্ত করছে সৌদি আরব। সব পক্ষকে সংযত থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে দেশটি। 

গেল পয়লা অক্টোবর ইসরায়েলে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। সেই প্রতিশোধ নিতে শুক্রবার রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। এ হামলায় ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সাইট ও অন্যান্য সিস্টেম লক্ষ্যবস্তু করা হয়। হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম