ইরানের হামলায় ইসরায়েলের মিত্র দেশগুলোর নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর, ২০২৪, 11:01 AM
আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর, ২০২৪, 11:01 AM
ইরানের হামলায় ইসরায়েলের মিত্র দেশগুলোর নিন্দা
ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর এ হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্র দেশগুলো। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফ্রান্সের সমর্থন ও প্রতিশ্রুতির চিহ্ন হিসেবে মধ্যপ্রাচ্যে ফরাসি সামরিক বাহিনী প্রস্তুত রাখা হয়েছিল। লেবাননের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোর সমর্থনে ম্যাক্রোঁ একটি কনফারেন্স আয়োজনের প্রতিশ্রুতি দেন। শিগগির লেবাননে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু ইরানের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য মন্তব্য করে দুই পক্ষকেই (ইসরায়েল-ইরান) সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ভয়াবহ উত্তেজনা বলে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, আরও শত্রুতা বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলায় ইসরায়েলের পক্ষ নিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের ওপর তার পূর্ণ সমর্থন ছিল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইরানের হামলায় নিন্দা জানিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ নিন্দা জানান। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।