ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি যেন মানিকগঞ্জের রিতা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী

ইফতারে বেলের পানা

#

লাইফস্টাইল ডেস্ক

২০ এপ্রিল, ২০২৩,  11:35 AM

news image

এই অসহ্য গরমে ইফতারিতে খান পাকা বেলের পানা।বেলের প্রধান গুণ হলো এটা পেট ঠান্ডা রাখে৷ গরমের সময় বেলের শরবত বা বেলের পানা খেলে শরীরে ক্লান্তিভাব দূর হয়৷ বেলেতে ভিটামিন এ আছে৷ ফলে চোখের নানা সমস্যায় কার্যকর এই ফল৷ জন্ডিসে বেলের শরবত খেলে আরাম পাওয়া যায়। আবার আলসার সারাতে কার্যকর কাঁচা বেল৷ রক্ত পরিষ্কার রেখে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে বেল। এ ছাড়াও, টক্সিন দূর করে শরীরকে পরিষ্কার রাখা, ত্বকের জেল্লা ধরে রাখার মতো কাজেও বেল অদ্বিতীয়।

বেলের শরবত যেভাবে বানাবেন-

উপকরণ

বেল ১ টি মাঝারি আকারের

দুধ ১ কাপ (সর্বাধিক শীতল)

চিনি-গুড় স্বাদ অনুসারে

কালো-গোলাপি লবণ ১.৫ চা চামচ

কাজু ৫-৬টা

কিসমিস ১ চা চামচ

প্রণালি

পরিষ্কার পানি বেলটি ধুয়ে নিন এবং বাইরের শক্ত খোসাটি ছাড়িয়ে ফেলুন। একটি বড় বাটিতে চামচ চেঁছে বেলের মণ্ডটা তুলে নিন। বীজগুলো যতটা সম্ভব হাত দিয়ে সরিয়ে ফেলুন। বীজ পানীয়টিকে স্বাদে তেতো করে তোলে। এবার ওই মণ্ডের সঙ্গে কিছুটা পানি (আধ কাপের কম) যোগ করুন এবং ৫ মিনিট রেখে দিন। এতে মণ্ডটা নরম হয়ে যাবে। তবে যদি বেলটা পাকা এবং যথেষ্ট নরম হয় তবে না রাখলেও চলবে। হাত দিয়ে মণ্ডটিকে ভালো করে মেশান। মনে রাখবেন, শরবত তৈরি করতে আপনার একমাত্র সরঞ্জাম হ'ল আপনার হাত। এবার মণ্ডে দুধ, গুড়-চিনি এবং গোলাপি-কালো লবণ যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে ইফতারের সময় পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম