ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া জয়ের নামও উচ্চারণ করতে চাই না: শফিক রেহমান ‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা নেটমাধ্যমে ঝড় তুললেন পাকিস্তানি অভিনেত্রী রাজধানীতে সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ১৫ বছর পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চাই : ড. ইউনূস

ইনস্টাগ্রামেও এআই দিয়ে ক্রিয়েট করা যাবে প্রোফাইল ছবি

#

আইটি ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪,  11:01 AM

news image

এআই এখন প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেকদিন আগে থেকেই যুক্ত হয়েছে এআই। ইনস্টাগ্রামে এআই প্রোফাইল ছবি তৈরি করা যায় খুব সহজেই এবং শেয়ারও করা যাবে। সম্প্রতি এমনই একটি ফিচার যুক্ত করেছে মেটা। ইনস্টাগ্রামে এআই-চালিত প্রোফাইল পিকচার তৈরির নতুন ফিচারটি ব্যবহার করে আপনি আপনার ছবি থেকে একাধিক স্টাইলে প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। ফিচারটি মূলত আর্ক-এআই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীর আপলোড করা ছবিকে বিভিন্ন কাস্টমাইজড স্টাইলে রূপান্তর করে, যা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যায়। এটি ব্যবহারকারীদের প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। বিভিন্ন দেশের জন্য এই ফিচারটি পর্যায়ক্রমে রোল আউট করা হচ্ছে, তাই হয়তো কিছু ব্যবহারকারী এখনো এটি অ্যাক্সেস করতে নাও পারে। এআই ফিচারটি আপনার ছবি থেকে মুখাবয়ব ও মুখের বিশদ বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে অত্যন্ত ব্যক্তিগতকৃত স্টাইল তৈরি করে।সাধারণ, ফিউচারিস্টিক, কার্টুন, ওয়াটারকালার, ফ্যান্টাসি ইত্যাদি বিভিন্ন থিম এবং স্টাইল সিলেকশন পাবেন এখানে। চূড়ান্ত করার আগে ছবির প্রিভিউ দেখা যাবে, যাতে আপনি পছন্দমতো কাস্টমাইজ করতে পারেন। দেখে নিন কীভাবে ব্যবহার করবেন- প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করুন, কারণ এই ফিচারটি শুধু নতুন ভার্সনে পাওয়া যাবে।  প্রোফাইলে যান এবং প্রোফাইল এডিটিং অপশনে পাবেন ‘ক্রিয়েট প্রোফাইল পিকচার উইথ এআই’ অপশন। এটি নির্বাচন করুন। এরপর আপনাকে আপনার নিজের একটি ছবি আপলোড করতে হবে যা থেকে প্রোফাইল পিকচার তৈরি হবে। ছবি পরিষ্কার ও নির্দিষ্ট হলে এআই সহজে আপনার মুখের ফিচারগুলো চিহ্নিত করতে পারবে। এআই বিভিন্ন স্টাইল ও থিমের প্রস্তাব দেবে, যেমন কার্টুন স্টাইল, রেট্রো লুক, ফিউচারিস্টিক স্টাইল প্রভৃতি। এগুলোর মধ্যে পছন্দের থিম বাছাই করুন এবং সেটির প্রিভিউ দেখুন। স্টাইল পছন্দ করার পর প্রোফাইল পিকচারটি রিভিউ করুন এবং যদি পছন্দ হয় তাহলে সেটি নিশ্চিত করুন। চূড়ান্ত পছন্দ করার পর ইনস্টাগ্রাম এটি আপনার প্রোফাইল পিকচার হিসেবে সংরক্ষণ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম