ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

ইঞ্জিনে ত্রুটি, প্লেন থেকে সরিয়ে নেওয়া হলো শতাধিক যাত্রীকে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  10:54 AM

news image

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের হিউস্টনে বিমানবন্দরে ইঞ্জিনে ত্রুটির কারণে রানওয়েতে থাকা একটি প্লেন থেকে শতাধিক যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।  স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ৩৫ মিনিটে হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।ফেডারেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সের ক্রুরা জানিয়েছেন, এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩৮২ ফ্লাইট শুরুর আগেই এর একটি ইঞ্জিনে সমস্যার বিষয়টি জানতে পারার পরপরই রানওয়েতে থাকা অবস্থায়ই প্লেনটি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, রানওয়েতে স্লাইড এবং সিঁড়ি দিয়ে লোকজনকে নামিয়ে আনা হয় এবং বাসে করে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তারা এই ঘটনায় তদন্ত শুরু করছে। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, এয়ারবাস এ৩১৯-এ ১০৪ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। প্লেনটি নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।এর আগে গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্র: ফক্সনিউজ, ইউএস নিউজ, ফক্স২৬ হিউসটন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম