ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ১৩ শতাংশের বেশি
১৫ নভেম্বর, ২০২৫, 4:20 PM
NL24 News
১৫ নভেম্বর, ২০২৫, 4:20 PM
ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ১৩ শতাংশের বেশি
চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান দপ্তরের সাম্প্রতিক হিসাব বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে বাংলাদেশের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশের বেশি। একই সময়ে ইইউভুক্ত দেশগুলো বিশ্ববাজার থেকে মোট ৬ হাজার ৮৪৬ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। এর মধ্যে বাংলাদেশের অংশীদারিত্ব দাঁড়িয়েছে ২২ শতাংশের বেশি, যা তালিকায় দেশটিকে দ্বিতীয় স্থানে অবস্থান করিয়েছে। রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন। দেশটি বাংলাদেশের তুলনায় প্রায় ৪৫০ কোটি ডলার বেশি পোশাক রপ্তানি করেছে। চীনের প্রবৃদ্ধির হারও উল্লেখযোগ্য, প্রায় ১০ শতাংশ। অপরদিকে তুরস্কের রপ্তানি কমে ৬৪২ কোটি ডলারে নেমে যাওয়ায় দেশটি তৃতীয় স্থানে রয়েছে। ইউরোপীয় বাজারে ধারাবাহিকভাবে রপ্তানি বাড়াচ্ছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানও। তবে তাদের সম্মিলিত রপ্তানির পরিমাণ এখনও বাংলাদেশের চেয়ে কম। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির এ অগ্রগতি শিল্পের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে।