ইংল্যান্ডকে হারিয়ে যুবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি, ২০২২, 10:17 AM
স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি, ২০২২, 10:17 AM
ইংল্যান্ডকে হারিয়ে যুবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফের চ্যাম্পিয়নের মুকুট পড়ল ভারত। ২০২২ আসরের ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারাল ভারত অনূর্ধ্ব-১৯ দল। অ্যান্টিগায় বাংলাদেশ সময় শনিবার রাতে ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য ১৪ বল হাতে থাকতেই ছুঁয়েছে ভারত। সুবাদে এই আসরে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ডটা ৫-এ নিয়ে গেল তারা। এর আগে ২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২০ সালে ফাইনালে উঠলেও বাংলাদেশের কাছে হার মানতে হয় তাদের। এবার সেই ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
শেষ পর্যন্ত গত আসরের চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে অষ্টম হয়। ভারতের পর যুব বিশ্বকাপে সর্বাধিক তিনবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে তৃতীয় সর্বোচ্চ দুইবার। ইংল্যান্ড অবশ্য ১৮৯ রানের পুঁজি নিয়েও ভালো লড়াই করেছে। ম্যাচ যখন শেষ ৫ ওভারে গড়ায়, তখনও বেশ ভালো উত্তেজনা ছিল। তবে নিশান্ত সিন্ধুর ব্যাটে নাটাই ছিল ভারতের হাতেই। দলটির সামনে শেষ ১৮ বলে ১২ রানের সমীকরণ দাঁড়ালেও ৪৮তম ওভারেই ম্যাচ শেষ করে দেন নিশান্ত ও দিনেশ বানা। ৪৮তম ওভারের প্রথম বলে বাউন্ডারিতে ফিফটি পূরণ করেন নিশান্ত। পরের বলে নেন সিঙ্গেল। তৃতীয় ও চতুর্থ বলে পর পর দুই ছক্কায় ম্যাচ শেষ করেন বানা। নিশান্ত ৫৪ বলে অপরাজিত ৫০ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। বানা ৫ বলে ২ ছক্কায় অপরাজিত ১৩ রান করেন। এ ছাড়া শাইক রশিদ ৮৪ বলে ৫০, রাজ বাওয়া ৫৪ বলে ৩৫ রান করেন।ইংলিশদের পক্ষে ২টি করে উইকেট নেন জশুয়া বয়ডেন, জেমস সেলস ও থমাস আসপিনওয়াল। এর আগে টস জিতে ব্যাট করতে নামা ইংলিশ যুবারা জেমস রিউয়ের ১১৬ বলে ৯৫ রানের ইনিংসের পরও ৪৪.৪ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায়। বাওয়া বল হাতে ৩১ রান খরচায় ৫ উইকেট নেন। রবি কুমার নেন ৩৪ রান খরচায় ৪ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন বাওয়া।