ঢাকা ২৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মুসলমানদের বেআইনিভাবে তাড়িয়ে দিচ্ছে ভারত অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিল ইসরাইল রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব নয়: ফখরুল খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলিতে নিহত ৪ এবার মারা গেলেন মাইলস্টোনের অফিস সহায়ক মাসুমা নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হতে পারে এআই: সিইসি স্বাভাবিক হয়নি মাইলস্টোনের পরিবেশ, রোববার ও সোমবার ছুটি ঘোষণা শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ উপকূলে নিম্নচাপের প্রভাব, ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা ঝালকাঠিতে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

আশুলিয়া প্রেসক্লাবে নতুন সদস্যদের আবেদন ফরম বিতরণ শুরু

#

১৪ নভেম্বর, ২০২৪,  12:04 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ দেশের স্বার্থে সাংবাদিকতার আনহ্বানে আশুলিয়া প্রেসক্লাব কর্তৃক নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা এবং সদস্য সচিব মো: সোহেল রানার উপস্থিতিতে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এর আগে, গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে আশুলিয়া প্রেসক্লাবের ফেসবুক আইডি থেকে প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা স্বাক্ষরিত পোস্টের মাধ্যমে নতুন সদস্য আহবান করা হয়। উল্লেখ্য, সাভার ও আশুলিয়া অঞ্চলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার যে কোন সংবাদকর্মী ‘সদস্য পদের’ জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। ১৩ নভেম্বর (বুধবার) থেকে আবেদনপত্র সংগ্রহ শুরু হয় এবং আগামী ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রসঙ্গত আরও উল্লেখ্য, উল্লেখিত সময়ের মধ্যে আশুলিয়া প্রেসক্লাবের নিয়মিত সদস্যগণদেরও নিজ নিজ তথ্য হালনাগাদ করার জন্যও উক্ত নোটিশে অনুরোধ করা হয়েছে। স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের সাথে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কর্মরত মিডিয়ার পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত ৩টি প্রতিবেদনের কপি জমা দিতে হবে। এছাড়াও, আবেদনকারীর অন্য কোন সাংবাদিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে উক্ত সংগঠন কর্তৃক অব্যহতিপত্র সংযুক্তি প্রদান সাপেক্ষে আবেদন বিবেচ্য হবে। পাশাপাশি, একই মিডিয়া হাউজের একাধিক রিপোর্টারের আবেদন বিবেচ্য হবে না। ফরম বিতরণ কার্যক্রম শুরুর সময় আশুলিয়া প্রেসক্লাবের সদস্য মাহবুব মন্ডল, ওবায়দুর রহমান লিটন, প্রমুখসহ বর্তমান আহবায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম