আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আশুলিয়া থানার নবাগত ওসির মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৪, 10:44 AM
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৪, 10:44 AM
আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আশুলিয়া থানার নবাগত ওসির মতবিনিময়
ওবায়দুর রহমান লিটনঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নিরাপত্তা সচেতনার জন্য আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক। সোমবার (২৮ই অক্টোবর)বিকেলে আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি আবু বক্কর বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এখানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের আহব্বায়ক খোকা মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে সবাই উপকৃত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাভিশন এর শেফালী খাতুন মিতু, দেশ টেলিভিশন শাহিন এখন টেলিভিশন এর সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক মুক্তখবর পত্রিকার স্টাফ রিপোর্টার ওবায়দুর রহমান লিটন, প্রতিদিনের কাগজ মো:জাহাঙ্গীর আলম রাজু, স্বাধীন বাংলা ইয়াসীন, আহমেদ, ডেইলি ট্রাইবুনাল প্রত্রিকার জয়,গ্লোবাল টেলিভিশন শাহিন,বাংলাদেশ বুলেটিন সাকিব আসলাম, আরও উপস্থিত সাংবাদিক ফাহিম, রাকিব হাসান জিল্লু, হাজী আবুল হায়াত বাচ্চু, ফয়জুল ইসলাম, আল মামুন খান, আমার সংবাদ পত্রিকার হাসান ভুঁইয়া সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ