আশুলিয়ায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
০৬ নভেম্বর, ২০২৫, 2:49 PM
NL24 News
০৬ নভেম্বর, ২০২৫, 2:49 PM
আশুলিয়ায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার ও আশুলিয়ার গণমাধ্যমকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা গ্রহণ করেছেন। এ কাজে সহযোগিতা করেছেন আওয়ামী লীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক গাজী নাছরীন আক্তার। আশুলিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহম্মেদ চৌধুরী বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই।
অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তিনি আরও জানান, এর আগেও একই ওসির বিরুদ্ধে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা গ্রহণের অভিযোগ উঠেছে। আশুলিয়া প্রিন্ট মিডিয়া নয়া দিগন্তের প্রতিনিধি তুহিন আহমেদ বলেন, আমরা শুধুমাত্র জনস্বার্থে তথ্য জানতে চাই, ব্যক্তিগত স্বার্থে নয়। তাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তবে এতে আমরা ভয় পাব না, আমাদের সাংবাদিকতা থামানো যাবে না। এ সময় আশুলিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান, প্রচার প্রকাশনা সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার সাভার প্রতিনিধি নজরুল ইসলাম মানিক, সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নাছরীন আক্তারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।