ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ইলিশের দাম বেশি থাকার কারণ জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ১ সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় অভিনেতা আজাদ গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  12:00 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় নিজ বাড়িতে নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়েছেন। দুর্বৃত্তের গুলিতে আহত আজাদকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তার বাবা, মামা ও তার স্ত্রীও মারধরের শিকার হন। ৎরোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় আজাদের স্ত্রী ও তার মাকেও মারধর করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আজিজুর রহমান আজাদ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো বেপারীপাড়া এলাকার আমির আলীর ছেলে। তিনি ছোট পর্দায় জনপ্রিয় নাট্যাভিনেতা। এলাকাবাসি জানায়, নাট্যাভিনেতা আজিজুর তার মা, বাবা ও স্ত্রীকে নিয়ে আশুলিয়ার জিরাবো বেপারীপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে বসবাস করেন। রোবিবার ভোর রাতে তাদের তিন তলা বাড়ির দু'তলার রান্না ঘরের গ্রীল কেটে তিন জন অস্ত্রধারী দুর্বৃত্ত প্রবেশ করে। এসময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে বিকট শব্দ করে  বের হন। পরে দুর্বৃত্তরা আজাদকে লক্ষ করে গুলি ছুড়ে। এসময় আজাদের দুই পায়ে তিনটি গুলি লাগে। একই সময় তার স্ত্রী রোকসানা হককেও রান্না করার কড়াই দিয়ে আঘাত করে এবং তার বাবা আমির আলী, মামা আজিজুর নেহারকে মারধর করে আহত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরায় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিক বলেন, ভোর রাতে দুর্বৃত্তরা রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এসময় আজাদ বুঝতে পেরে বাইরে বের হলে তার দুই পায়ে গুলি করে। তার স্ত্রী বের হলে তাকেও মারধর করে পালিয়ে যায় তারা। ওসি বলন, তাদের বাড়ির কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম