ঢাকা ২৪ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়: ইসি মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দিতে রিট আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ সাগরে লঘুচাপটি পরিণত হতে পারে নিম্নচাপে নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ খালি পেটে ঘি খাওয়া কতটা নিরাপদ? সেই শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার

#

২৫ ডিসেম্বর, ২০২৪,  1:56 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ নিখোঁজের ৬ দিন পর একটি বিড়ি কোম্পানীর বিক্রয় কর্মীর  লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি ফাঁকা মাঠের পাশে ছোট্ট  জঙ্গলের ভিতরে  গাছে সাথে গলায় রশি দিয়ে ঝোলানো ছিল তার মরদেহ। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে আশুলিয়ার নিরিবিলির স্মরণিকা বহুমুখী প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। এর আগে স্থানীয় এক ব্যক্তি ওই ঝুলন্ত লাশটি দেখে পুলিশকে খবর দেয়। নিহত যুবকের নাম মো. শুভ(১৮)। তিনি যশোর জেলার কোতয়ালী থানার ভগমতিতলা গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি ধামরাই থানার ইসলামপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। তিনি  নিরিবিলি ফাল্গুনী হাউজিং এলাকার নিউ মিঠু বিড়ি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে ৬ মাস যাবত চাকরি করে আসছিলো বলে যানাযায়। গত ১৮ ডিসেম্বর বিড়ি কোম্পানী থেকে সকাল ৯ টার দিকে কাজের উদ্দেশ্যে নিজের সাইকেল নিয়ে বের হয় শুভ। পরে ওইদিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার মায়ের সাথে কথা বলেন শুভ, এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ ছিল, এরপর থেকেই  শুভ নিখোজ, পরদিন শুভর বাবাকে সাথে নিয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন বিড়ি কোম্পানীর ব্যবস্থাপক, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার দুপুরে শুভর মরদেহের খোঁজ মিলে। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানায়, নিহতের মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সাথে থাকা মোবাইল পাওয়া গেছে তবে তার ব্যাবহারিত সাইকেল টি পাওয়া যায়নি। আশুলিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি অন্যকিছু তা এখনই বলা যাচ্ছেনা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছ। অতি দ্রুত তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নিয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম