ঢাকা ১৩ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

আশুলিয়ায় গুলি ও বিদেশি পিস্তল সহ এক যুবক গ্রেপ্তার

#

০১ জুলাই, ২০২৫,  3:53 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।  সোমবার (৩০ জুন)  রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া ইর্স্টান হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলার সদর থানার বল্লারটুপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। সে আশুলিয়ার জামগড়া ইর্স্টান হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। পুলিশ জানায়, সোমবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল জামগড়ার ইস্টার্ন হাউজিং সংলগ্ন রিপনের মালিকানাধীন ভাড়াবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ২য় তলার স্বপনের ভাড়াবাসা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাসা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, অভিযানের সময় স্বপনের ভাড়াবাসায় বেশ কয়েকজন সন্ত্রাসী মিলে মাদকদ্রব্য ইয়াবা সেবন করতে ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়। সে সময় পালানোর চেষ্টাকালে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অস্ত্র গোলাবারত সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হয়েছে আজ তাকে আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম