আশুলিয়ায় আলিফ পরিবহনের পার্কিং বাসে আগুন, চালক আহত
১২ নভেম্বর, ২০২৫, 2:28 PM
NL24 News
১২ নভেম্বর, ২০২৫, 2:28 PM
আশুলিয়ায় আলিফ পরিবহনের পার্কিং বাসে আগুন, চালক আহত
ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক সাত্তার আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর)২০২৫ ভোর রাতের দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপস্থিত ছিল এমন লোকজনের কাছ থেকে জানা যায়, ভোর রাতে দুইটি মোটরসাইকেলে করে দুইজন হেলমেট পরা ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে পুরো গাড়ি পড়ে যায়। আহত চালক সাত্তার বলেন, আমি বাসের ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে নামি। নিচে নেমে দেখি চারজন লোক দুইটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করলে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এতে আমার হাঁটুতে আঘাত পাই। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়। বাসের ভিতরে কোন লোকজন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনাই, পুড়ে যাওয়া বাসের মালিক মো. সোহেল বলেন, এই বাসটাই ছিল আমার একমাত্র উপার্জনের উৎস। কে বা কারা আমার এই ক্ষতি করল জানি না। আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ঘটনার তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।