ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির শিশু সাজিদের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

আশুলিয়ার ভাদাইলে অটোচালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

০৮ নভেম্বর, ২০২৫,  10:56 PM

news image

ওবায়দুর রহমাম লিটনঃ সাভারের আশুলিয়ার ভাদাইল ডি.ইপিজেড থেকে পাবনার টেক এলাকা পর্যন্ত লাক্ষাদ্বীক শ্রমিকের বসবাস এবং তাদের যাতায়াতের রাস্তাও মাত্র একটি তাদের চলাচলের ভরসা একমাত্র অটোরিকশা,  ওই শাখা সড়কে কোন ট্রাফিকের ব্যবস্থা না থাকায়  তীব্র যানজট সৃষ্টি হয় প্রতিদিনই, এতে করে শ্রমিক ও সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হয়। এদিকে যানজট নিরসন এবং জনসাধারণের দুর্ভোগ কমাতে  ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে একটি  অটোচালক ও মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ ইসরাফিল উপস্থিত ছিলেন এবং অটোচালক ও অটো মালিকদের বিশেষ বিশেষ কয়েকটি পরামর্শ দিয়ে বলেন,  যে সকল  শ্রমিকরা এই রাস্তা দিয়ে চলাচল করে তারা আমাদেরই এলাকায় থাকে এবং তারা আমাদের এই এলাকার কোন না কোন বাড়িতেই ভাড়া থাকে তাদের নিরাপত্তাটাও আমাদের দেখতে হবে, বিশেষ করে অটো রিক্সাওয়ালাদের তিনি বলেন তোমরা নির্দিষ্ট স্থানে অটো পারকিং করিও প্রয়োজনে তোমরা সিকিউরিটি রাইখো ওই সিকিউরিটির কাজ হবে সড়কে শৃঙ্খলা ঠিক রাখা, তোমরা কাউকে কোন চাঁদা দিবা না শুধু ওই সিকিউরিটির বেতনটা সকলে মিলে ব্যবস্থা করবা তারপরও যদি সিকিউরিটির বেতন দিতে কষ্ট হয় প্রয়োজনে আমার কাছ থেকে বাকিটা নিবা, তবে সড়কে যেন কোন চাঁদাবাজি না হয় সেদিকে নজরদারি রাখবে ফ্রেন্ডস ক্লাবের  ক্লাবের সকল সদস্যরা এই নির্দেশ দেন তিনি, তাছাড়া এই আলোচনার বিশেষ উদ্দেশ্য ছিল এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে কীভাবে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়,মতবিনিময় সভায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মোঃ ইসরাফিল ,ও এছাড়া আরো উপস্থিত ছিলেন ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের  সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, এলাকার অটোরিকশার মালিকবৃন্দ ও গণমাধ্যম কর্মী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম