ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির শিশু সাজিদের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন

#

৩০ অক্টোবর, ২০২৫,  3:19 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আজ বুধবার ২৯ অক্টোবর আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের  আয়োজনে সামাজিক কনভেনশন হলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। সাভার সেনানিবাস হতে আগত চারজন বিশেষজ্ঞ সহ সর্বমোট ৬ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে জামগড়া আর্মি ক্যাম্পের এর অধিনায়ক বলেন, আশুলিয়ার জামগড়া শিল্পাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং এলাকায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী নির্মূলে নিয়মিত কঠোর অভিযানিক কর্মকান্ডের সময় পরিলক্ষিত হয় যে এই এলাকায় অনেক দুস্থ, গরিব, কর্মহীন ও ভাসমান জনগণ রয়েছে যারা দারিদ্রতার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সাধারণ জনগণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করা হয়।  যার ফলশ্রুতিতে আজ, জিওসি ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায়, ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে, জামগড়া আর্মি ক্যাম্প আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশব্যাপী মোতায়েন থাকাকালীন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যার অংশ হিসেবে জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে, অত্র এলাকায় আজকে সহ মোট দুইবার মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং  ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে সকলকে অবহিত করেন জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক। চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীরা সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম