ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪ ৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রসিকিউটর

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৫,  2:01 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। আজ সোমবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, লাশ পোড়ানোর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা থেকে দুজনকে শনাক্ত করা গেছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় এক নারকীয় হত্যাকাণ্ড ঘটে। সেদিন ছয়জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দেয় পুলিশ। তদন্ত সংস্থা জানায়, তখনো একজন জীবিত ছিলেন। আগুনে পুড়িয়ে তারও মৃত্যু নিশ্চিত করা হয়। সেই বিভীষিকাময় ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে, ঠিক তখন আসে একটি নতুন ভিডিও ফুটেজ।এতে দেখা যায়, লাশ পোড়ানোর আগে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, নতুন ফুটেজে দেখা গেছে, হত্যার পর লাশ গাড়িতে তুলে আগুন দেওয়া হয়। এর ভিত্তিতে দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাকিদের শনাক্তের কাজও চলছে। তিনি আরও জানান, আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে। এদিন একই সঙ্গে জুলাই-আগস্টে ঢাকার যাত্রাবাড়ী ও রামপুরার গণহত্যাসহ আরও তিনটি মামলার শুনানি হয়। এসব মামলায় হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে।তদন্তের অগ্রগতি না থাকায় এসব মামলার রিপোর্ট জমার সময় পিছিয়ে তিন মাস বাড়ানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম