ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
কাভার্ডভ্যান চুরি করে টুকরো টুকরো করে বিক্রি, গ্রেফতার ৩ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ আফগানিস্তানে এবার ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতও ঘুষ চাইলে অভিযোগ করা যাবে ২ মন্ত্রণালয়ে আশুলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার ভোলায় মে‌ডি‌কেল ক‌লেজসহ ৫ দফা দাবী‌তে মানববন্ধন ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা কাল সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

আশুলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

#

১৯ এপ্রিল, ২০২৫,  6:19 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় ৪ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওমর ফারুক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে গ্রেপ্তার অন্যান্য আসামির সাথে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাতে আশুলিয়া জিরাবো এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ওমর ফারুক (২২) বগুড়া জেলার শিবগঞ্জ থানার পিরবলা ঘাটা এলাকার মোঃ ইসমাইলের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী শিশুর পরিবার আশুলিয়ার জিরাবো এলাকার একটি বাড়িতে প্রায় এক বছর ধরে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন। ভুক্তভোগী শিশুর মা একটি পোশাক কারখানায় কাজ করেন এবং শিশুর বাবা গ্রামের বাড়ি থাকায় শিশুটি একাই বাসায় থাকতো। এই সুযোগে অভিযুক্ত যুবক গত দুই মাস ধরে শিশুটির প্রতি অস্বাভাবিক মনোভাব দেখানোর চেষ্টা করেন এবং তাকে বিভিন্ন ধরনের চকলেট, বিস্কিট ও চিপস খেতে দিতেন। শিশুটি বুঝতে না পারায় এসব গ্রহণ করতো।  একদিন রাতের বেলায়, শিশুটির শরীরে কিছু অস্বাভাবিক (গোপন অঙ্গে রক্ত) পরিবর্তন লক্ষ্য করে তার মা। তবে বিষয়টি স্বাভাবিক মনে করে তা এড়িয়ে যান।  পরবর্তী গত ১৪ এপ্রিল শিশুটির আচরণে সন্দেহ হওয়ায় তার মা তাকে প্রশ্ন করলে, শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে যে অভিযুক্ত যুবক তাকে অনৈতিকভাবে শারীরের বিভিন্ন স্থানে প্রভাবিত করার চেষ্টা করে ছিলো। প্রাথমিকভাবে শিশুর শারীরিক অবস্থা দেখে তার মা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। পরে তিনি আশুলিয়া থানায় গিয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে পুলিশ। আশুলিয়া থানার ওসি তদন্ত মোঃ কামাল সোহেল  বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে গতকাল রাতে ওমর ফারুকের নিজ ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে  আজ সকালে  আদালতে পাঠানো হয়েছে।  তিনি জানান, ভুক্তভোগী শিশুর শারীরিক পরিক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। পরিক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম