আশুলিয়ায় হ্যাভী ইকুইপমেন্ট ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২২ সেপ্টেম্বর, ২০২৫, 9:16 PM
NL24 News
২২ সেপ্টেম্বর, ২০২৫, 9:16 PM
আশুলিয়ায় হ্যাভী ইকুইপমেন্ট ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফয়জুল ইসলামঃ আশুলিয়ায় হ্যাভী ইকুইপমেন্ট ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। "সুযোগ্য নেতৃত্বে হোক আগামীর স্বপ্নযাত্রা '' এই শ্লোগানকে ধারন করে বৈষম্য বিরোধী সংস্কার ফোরাম কর্তৃক অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার ভিশন গ্রুপের মোঃ মুজিবর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আব্দুল খালেক, মোঃ আশরাফুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেন।মতবিনিময় সভায় আব্দুল খালেক বলেন, কেউ ছোট কেউ বড় নয়। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সকলে মিলে নিজেদের দাবি আদায়ের শফিক ইকুইপমেন্ট এন্ড পার্টস এর স্বত্তাধিকারী শফিকুল ইসলাম বলেন, গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সংগঠনের কমিটি গঠন করে সকলকে সাথে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। জিসান এন্ড ব্রাদার্স এর দেলোয়ার হোসেন বলেন, বৈষম্য দূর করে সংগঠনকে গতিশীল করতে হবে। সংগঠন থেকে সদস্যরা কি ধরনের সুযোগ সুবিধা পাবে সে বিষয়ে পরিষ্কার করতে হবে এবং যে কারো বিপদে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। ব্যাবসায়ী কামাল মাদবর বলেন, ২০১১ সাল থেকে যে এ্যাসোসিয়েশন ছিল তা থেকে আমরা কিছুই পাইনি। তাই নতুন করে নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব তৈরি করতে হবে। যারা আমাদের সাথে করা অন্যায়ের প্রতিবাদ করবে। সদস্যদের বিপদে পাশে থাকবেন তেমন নেতৃত্ব নির্বাচিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, আমরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে বিদেশ থেকেও মেশিন এনেছি। কিন্তু আমাদের এসব হ্যাভী ইকুইপমেন্ট মেশিন ভাড়া হচ্ছে না। এতে আমরা অনেক সমস্যায় আছি। চাইনিজ কোম্পানিগুলো দেশে বড় বড় প্রকল্পের কাজ করে। তারা ট্যাক্স ফ্রি তে হ্যাভী ইকুইপমেন্ট মেশিন এনে নিজেদের কাজে ব্যবহার করে আবার কাজ শেষ করে চলে যাওয়ার সময় অন্য চাইনিজদের কাছে ভাড়া অথবা বিক্রি করে দেয়। আমাদের দেশের কাজ করতে হলে আমাদের কাছ থেকে মেশিন নিতে হবে এবং বাইরে থেকে মেশিন এনে দেশের প্রকল্পে কাজ করা যাবেনা এরকম বাধ্যবাধকতা দেয়া গেলে আমাদের ব্যাবসা টিকিয়ে রাখা যাবে। তাই ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নাই। ব্যাবসায়ী মোঃ আশরাফুজ্জামান আশরাফ বলেন, আগের কমিটিকে আমি বলেছিলাম সাধারণ ব্যাবসায়ীদের সম্পৃক্ত করার কথা। কিন্তু তারা বিষয়টি না মানায় পদত্যাগ করেছি। আমরা নতুন করে কমিটি গঠন করতে চাওয়ার আমাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হেনস্থা করেছেন। সকল ব্যাবসায়ীকে সদস্য হতে হবে। নিজেদের ভোটের মাধ্যমে একটি গনতান্ত্রিক এবং কার্যকর কমিটি গঠন করতে হবে। যার মাধ্যমে আমাদের সকল বাধা অতিক্রম করে ব্যাবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তারা বলেন, পকেটে কমিটি বাদ দিয়ে সত্যিকারের কার্যকর কমিটি গঠন করতে হবে। সকলের সহযোগিতায় আমাদের সংগঠনের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তাদের সহযোগীতায় সকলের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গনতান্ত্রিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।