ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নানা কর্মসূচির মধ্যদিয়ে হবিগঞ্জ মুক্ত দিবস পালন বরগুনায় রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঙ্গায় নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি শারীরিক অবস্থার জন্য বিলম্ব হচ্ছে: ডা. জাহিদ ভারতে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন বোয়ালখালী দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামছু ও সাধারণ সম্পাদক নজরুল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানবিক সেবা অভিযানের সমাপনী আজ

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৬ ছিনতাইকারীর সদস্য আটক

#

১০ নভেম্বর, ২০২৫,  11:28 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ  আশুলিয়ায় সারারাত অভিযান চালানোর পর ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের একটি আভিযান দল। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। রবিবার (০৯ নভেম্বর) রাতভর আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯) আরিফুল ইসলাম (২৩) ও জুঁই (২৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সেনাবাহিনী জানায়, এলাকাবাসীর দেওয়া তথ্য-প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল এবং অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত ও মারপিট  করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছেন। অভিযানের সময় ছিনতাইরীদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি চাপাতি, ২টি ছুরি ও ১টি চাইনিজ কুড়াল এবং অপরাধমূলক প্রমাণ সম্বলিত ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনী আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিসহ উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম