ঢাকা ১৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪ ৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ

আশুলিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৮

#

১৬ মে, ২০২৫,  9:49 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারের আশুলিয়ায় এনসিপির শ্রমিক উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে, আহত নেতাদের  অভিযোগ, একটি অবৈধ সিসা কারখানা ভিডিও ধারন করতে গেলে তাঁদের ওপর কারখানার লোকজন সহ তাদের ভাড়া করা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে  হামলা চালায়। ওই হামলায় ৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ওরফে ইমন (২৭), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ম সদস্যসচিব তাওহিদুল ইসলাম ওরফে সানভি (২৩) ও জ্যেষ্ঠ সহ-মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪)। আহত অন্যরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম (২৫), মুখপাত্র আল মাসুম ওরফে সজীব (২৬), সদস্য ফাহাদুল ইসলাম ফাহাদ (২৯), সিটি ইউনিভার্সিটির আহ্বায়ক সৈয়দ ইমন (২৪) ও সদস্যসচিব তাওহিদ আহমেদ ওরফে শান্ত (২৪)। তাঁদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনার বিষয়ে আহত তৌহিদুল ইসলাম সানভি জানান, বুধবার বিকালে তারা কয়েকজন ছাত্রনেতা বন্ধু শিমুলিয়ার রাঙামাটি এলাকায় ঘুরতে যান। এ সময় স্থানীয়দের মাধ্যমে সেখানে একটি কারখানায় অবৈধভাবে সিসা গলিয়ে মারাত্মক পরিবেশ দূষণ করা হচ্ছে এমন বিষয় জানতে পারেন। তাৎক্ষণিক তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসনকে জানালে তাদের কাছে অবৈধ কার্যক্রমের ভিডিও ধারণ করে পাঠাতে বলে প্রশাসন। পরে অবৈধভাবে সিসা গলানোর ভিডিও সংগ্রহ করে ফেরার পথে গোহাইলবাড়ি এলাকায় পৌঁছলে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ হামলায় ৮ জনকে মারধর ও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা রাঙামাটি এলাকায় সিসা কারখানায় গেলে সেখানকার মালিকপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, এ বিষয়ে একটি মামলা নেওয়া হয়েছে, এবং দ্রুত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম