ঢাকা ১৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
হিরো আলম গ্রেপ্তার ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ রোববার ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি শততম টেস্টে ‘বিশেষ’ সম্মাননা পাচ্ছেন মুশফিক ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : মির্জা ফখরুল নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ আশরাফুলকে হত্যার চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী আফ্রিকায় চোখ রাঙাচ্ছে ইবোলার চেয়েও ভয়ংকর এক ভাইরাস সংগঠিত শক্তি নয় ভাড়াটে টোকাই এর উপর নির্ভরশীল আওয়ামী লীগ: প্রেস সচিব

আশরাফুলকে হত্যার চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  12:26 PM

news image

জাতীয় ঈদগাহ মাঠের পাশে ড্রাম থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ড লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র‌্যাব। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন। এর আগে আশরাফুলকে হতার ঘটনায় তার বন্ধু জরেজুল ইসলাম ও প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করে র‌্যাব ও ডিবি। পরে র‌্যাব জানায়, হত্যার পর একই ঘরে লাশ নিয়ে রাত্রিযাপন করেন জরেজ ও শামীমা। ব্রিফিংয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, শামীমার দেওয়া তথ্যের ভিত্তিতে শনির আখড়া এলাকা থেকে আশরাফুলের পায়জামা, পাঞ্জাবি, রক্তমাখা দড়ি, চাপাতিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তার মোবাইল থেকেও বেশ কিছু ভিডিও ও ছবি জব্দ করা হয়েছে। ধৃত শামীমা ও জরেজুলকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, হত্যার পেছনে পরকীয়ার বিরোধ, ব্ল্যাকমেইলের চেষ্টা বা পূর্বশত্রুতা-কোনটি মূল কারণ, তা জিজ্ঞাসাবাদ শেষে পরিষ্কার হবে। তিনি আরও বলেন, আশরাফুলকে হত্যার পর লাশ গোপন করার জন্য জরেজুল চাপাতি ও দুটি ড্রাম সংগ্রহ করেন। পরদিন লাশ খণ্ড করে দুটি ড্রামে ভরে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে ফেলে যান তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের পর অটোরিকশাযোগে তারা সায়দাবাদের দিকে রওনা হন। পরে শামীমাকে কুমিল্লায় চলে যেতে বলেন জরেজুল এবং তিনি রংপুর চলে যাবেন বলে জানান। শামীমা কুমিল্লায় চলে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ১০টায় কুমিল্লা থেকে জরেজুলকে গ্রেপ্তার করে ডিবি। উল্লেখ্য, রংপুরে একই এলাকায় থাকার সুবাদে আশরাফুল ও জরেজুলের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। জরেজুলের মাধ্যমে আশরাফুলের পরিচয় হয় শামীমা আক্তারের সঙ্গে। ধীরে ধীরে আশরাফুল ও শামীমার মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে ঢাকার দক্ষিণ ধনিয়ায় জরেজুল যে বাসা ভাড়া নেন, সেখানে শামীমাও গিয়ে ওঠেন। জটিল সম্পর্কে জড়িয়ে পড়ে তিনজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে বিরোধ সৃষ্টি হলে ক্ষিপ্ত হয়ে জরেজুল আশরাফুলকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় শামীমাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানায় র‌্যাব। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল রঙের দুটি ড্রামে আশরাফুলের ২৬ টুকরা মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিক পরিচয় শনাক্ত না হলেও পরে আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার ১০ বছরের একটি মেয়ে ও সাত বছরের একটি ছেলে রয়েছে। তার বাবার নাম মো. আবদুর রশীদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম