ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

আরও একটি জাহাজ ডুবিয়ে দিল হুথি

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই, ২০২৫,  11:06 AM

news image

ইসরায়েলের যাওয়ার সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ‌‌‘ইটারনিটি সি’ নামের একটি বাণিজ্যিক জাহাজ সম্পূর্ণরূপে ডুবে গেছে। গাজার ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন এ হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জলসীমা অতিক্রম করে লোহিত সাগর হয়ে ইসরায়েলের বন্দরে (উম্ম আল-রাশরাশ বা ইলাত) যাচ্ছিল। এতে আন্তর্জাতিক সমুদ্রপথে ইয়েমেন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে। ফলে ইয়েমেনি নৌবাহিনী প্রথমে সতর্কবার্তা দিলেও তা উপেক্ষা করায় জাহাজটিকে টার্গেট করে হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, হামলাটি চালানো হয় একটি মনুষ্যবিহীন নৌ ড্রোন বোট এবং ছয়টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এ অভিযানের ফলে ইটারনিটি সি জাহাজটি পুরোপুরি ডুবে যায়। তবে জাহাজে থাকা নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি বাহিনী। তারা বলেছে, জাহাজের ক্রুদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।হুথি জানিয়েছে, ইসরায়েলগামী বা ইসরায়েল-সম্পৃক্ত যেকোনো জাহাজের ওপর নিষেধাজ্ঞা বলবৎ আছে এবং এ ধরনের কার্যক্রম চালালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তারা বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি ও দেশগুলোকে সতর্ক করে বলেছে, সদিচ্ছার স্বার্থে আমরা আবারও হুঁশিয়ারি দিচ্ছি, যেন কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বন্দর বা ব্যবসায়িক কার্যক্রমে জড়িত না হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ না ওঠা পর্যন্ত আমাদের প্রতিরোধমূলক অভিযান চলবে। এর আগে চলতি সপ্তাহেই ইয়েমেন 'ম্যাজিক সিস’ নামের আরেকটি জাহাজ দখল করে তা ডুবিয়ে দেয়। ওই জাহাজের মালিকানাধীন কোম্পানিটিও ইসরায়েলগামী নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিল। সূত্র: প্রেস টিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম