ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৫,  11:32 AM

news image

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, তার শরীরে ভারতীয় ডিএনএ আছে। তিনি বলেছেন, এটা সবাই জানে— যখন আমি ভারতীয় গান শুনি, তখনই নাচতে শুরু করি। শনিবার সন্ধ্যায় দিল্লিতে ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত ভোজসভায় তিনি এই মন্তব্য করেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার দিল্লিতে দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভোজসভায় প্রাবোও সুবিয়ান্তো বলেন, “কয়েক সপ্তাহ আগে আমার জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট এবং আমার ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং তারা আমাকে বলেছিল— আমার (শরীরে) ভারতীয় ডিএনএ আছে। সবাই জানে আমি যখন ভারতীয় গান শুনি, আমি নাচতে শুরু করি।” এই কথা বলে সুবিয়ান্তোসহ সেখানে উপস্থিত সবাই হাসতে শুরু করেন। এসময় ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্টের ডান দিকে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এবং প্রধান অতিথির বামে বসা ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি-ধনখড়ের পাশাপাশি ওই ভোজসভায় ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সামরিক বাহিনীর কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুর্মুর আয়োজিত ভোজসভায় তাদের সবার উপস্থিতিতে ভারত ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সংযোগের কথাও তুলে ধরেন সুবিয়ান্তো। ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, “ভারত এবং ইন্দোনেশিয়ার একসঙ্গে সুদীর্ঘ এবং প্রাচীন ইতিহাস আছে। আমাদের দু’দেশের সভ্যতার মধ্যেও যোগসূত্র রয়েছে। এমনকি এখনও আমাদের ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের উৎস হলো সংস্কৃত। ইন্দোনেশিয়ার অনেক নামই আসলে সংস্কৃত নাম এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত প্রবল। আমি মনে করি এটি আমাদের জেনেটিক্সের অংশ। আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত বেশি।” প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সংশ্লিষ্টতার পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে একগুচ্ছ বিষয় নিয়েও কথা হয়েছে। সমুদ্রপথে সুরক্ষা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য আরও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তারা একমত হয়েছেন। তার ফলে ওই অঞ্চলের আর্থিক বৃদ্ধির পথ প্রশস্ত হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম