ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট দেশের ৮ জেলায় বৃষ্টির আভাস গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ পথচারী ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২

আমাদের বাংলাদেশ রাজনৈতিক ভণ্ড মুক্ত হোক

#

২০ ডিসেম্বর, ২০২৫,  3:15 PM

news image

|| কে হোসাইন || 

ইসলামে মাতৃভূমির বিরোধিতা করা অন্যায়। দেশপ্রেম ইসলামি মূল্যবোধের একটি অংশ, যা মানুষকে নিজের দেশ ও জনগণের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। 

স্বদেশপ্রেম মানব প্রকৃতির অংশ। অসংখ্য হাদিস থেকে দেশপ্রেমের নির্দেশনা রয়েছে। হিজরতের সময় প্রিয় #মাতৃভূমি মক্কা মুকাররমা ছেড়ে যাওয়ার সময় মহানবী (সা:) অশ্রুসিক্ত হন এবং পবিত্র এ ভূমিকে সম্মোধন করে বলেন, ‘আল্লাহর শপথ।  তুমি (মক্কা) আল্লাহর গোটা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার সব ভূমির মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর শপথ, তোমার থেকে আমাকে বের করে দেওয়া না হলে আমি চলে যেতাম না।’ (নাসায়ি শরিফ, হাদিস - ৩১০৮)।

নিজ মাতৃভূমি'কে নবী (সা:) এতোটাই ভালোবাসতেন যে, শত কষ্ট দেওয়া সত্ত্বেও যিনি সবসময় উম্মতের কল্যাণের জন্য দোয়া করতেন। সেই তিনিই ওই জালিম লোকদের জন্য বদদোয়া করেছেন। মহানবী (সা:) বলেন, ‘হে #আল্লাহ, আপনি শায়বা ইবনু রাবিআ, উতবা ইবনু রাবিআ এবং উমাইয়া ইবনু খালফের প্রতি অভিশাপ বর্ষণ করুন। যেমনি ভাবে তারা আমাদের মাতৃভূমি থেকে বের করে মহামারির দেশে ঠেলে দিয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৮৯)। 

ধর্মীয় কারণে ১৯৪৭ এ ভারত বিভক্তি এবং ১৯৭১এ পাকিস্তান এর বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল মাতৃভাষা বাংলা ও বাঙালি নাগরিকদের অধিকার আদায় করতে। 

যারা মাতৃভূমির স্বার্থে সাধারণ জনগণ এর অধিকার ও সন্মান আদায়ের করতে গিয়ে নিহত হয়েছেন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) তাদের সকলকে (শহীদ) শাহাদাতের মর্যাদা দিয়েছেন।

দরদী নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি তার সম্পদ রক্ষার জন্য জীবন দিল সে শহীদ। যে ব্যক্তি তার মাতৃভূমি রক্ষার জন্য নিহত হলো সে শহীদ। যে ব্যক্তি তার জীবন ও ধর্ম রক্ষার জন্য জীবন দিল সে শহীদ। যে ব্যক্তি তার পরিবার, আত্মীয়স্বজন রক্ষার জন্য জীবন দিল সে শহীদ’। (আবু দাউদ ও তিরমিজি) 

মাতৃভূমি বাংলাদেশ প্রেমী আত্মত্যাগী সকল শহীদ আমাদের বাঙালি মুসলিম জাতি'র শ্রেষ্ঠ সন্তান। আমাদের মাতৃভূমি এবং জাতির স্বাধীনতা রক্ষা  করতে গিয়ে যারা নিজের জীবন উৎসগ করেছেন। সেই সকল সূর্য সন্তানদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইলো।  বাংলাদেশ চিরতরে রাজনৈতিক মুনাফেক ও দেশদ্রোহী মুক্ত হোক, আমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম