ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

আমাকে শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে

#

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  11:21 AM

news image

ত্রিপুরায় প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। থানায় ডেকে খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরেরদিন তার জামিন হয়। প্রশাসনের বিরুদ্ধে তার এ লড়াই শেষ হবে বলে জানিয়েছেন তিনি। জামিনের পর গণমাধ্যমে সায়নী বলেন, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত। আমাদের লড়াই চলবে। এভাবে আমাদের দমানো যাবে না। আমাকে তো শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছে। রাতে যেভাবে তারা আক্রমণ করেছে তাতে আমি শঙ্কিত হয়ে পড়ি। তারপর আমাকে অন্য একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় আগরতলা আদালতে তোলা হয় সায়নীকে।পুলিশ সায়নীকে দু’দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল। কিন্তু শুনানির পর বিচারক সেই আর্জি খারিজ করে দেন। এর আগে পুলিশ অভিযোগ করে, সায়নীর গাড়ি আগরতলায় আশ্রম চৌমহনি এলাকায় স্থানীয় মানুষকে চাপা দিতে গিয়েছিল। এ খবর পেয়েই আগরতলা যেতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক ব্যানার্জি। কিন্তু ‘টেকনিক্যাল কারণে’‌ রবিবারের বদলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই যাচ্ছেন তিনি। তার অভিযোগ, ত্রিপুরায় গণতন্ত্র নেই। সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেনা বিপ্লব দেবের সরকার। ‘‌নির্লজ্জ’‌ বলেও ত্রিপুরা সরকারকে কটাক্ষ করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সায়নিকে ফোন করে জানিয়েছেন দল তার পাশে থাকবে। সায়নীর বিরুদ্ধে ৩০৭, ১৫৩ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের হয়ে। তৃণমূলের অভিযোগ, সোমবারের অভিষেকের পদযাত্রা ভেস্তে দিতেই ষরযন্ত্রে লিপ্ত বিজেপি সরকার। ত্রিপুরা পুলিশের বিরুদ্ধেও ষড়যন্ত্রে সামিল হওয়ার অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। তাদের অভিযোগ, বেআইনিভাবে থানায় ডেকে এনে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় সায়নিকে। শুধু তাই নয়, সায়নির সঙ্গে তৃণমূল নেতারা থানায় এলে বিজেপি কর্মীসমর্থকরা তাদের ঘেরাও করেন। পুলিশের সামনেই ত্রিপুরা তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিকের গাড়িতে হামলা হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম