ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫ সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান এনসিপি নেত্রীর ১৫ মে থেকে এক মাস সদস্য সংগ্রহ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আবদুল্লাহ পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দর সীমান্ত দিয়ে ১১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ সুনামগঞ্জে গুচ্ছ গ্রামের মানুষের যাতায়াত গজারিয়া নদী ইজারা না দেওয়ার দাবী

আমরা সমালোচনার ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ চালিয়ে নিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৩,  4:29 PM

news image

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এখন আর আগের মত জরাজীর্ণ অবস্থায় নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা সমালোচনার ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ চালিয়ে নিয়েছি। প্রধানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবার অনেক উন্নয়ন করেছেন। আমরা টারশিয়ারি লেভেলের উন্নয়নের চেষ্টা করছি। সেকেন্ডারি লেভেল, জেলা, উপজেলা, মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটগুলোকে নতুন করে সাজানো হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি, আইসিইউ এবং বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, নিউরো সাইন্স, গ্যাস্ট্রো লিভার, বার্ন ইনস্টিটিউট, আই ইনস্টিটিউটে গেলে আপনারা দেখতে পারবেন, এই প্রতিষ্ঠানগুলো কত সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত। নতুন মেডিকেল কলেজগুলোতে গেলে চোখ জুড়িয়ে যাবে। ডেন্টাল কলেজ দেখলেই বুঝতে পারবেন,

আগে এখানে কী ছিল আর এখন কত রকমের উন্নয়ন হয়েছে। আগের মত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলো আর জরাজীর্ণ অবস্থায় নেই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা শুধু পুরনো জিনিসগুলোকেই মনে ধারণ করে রাখি। নতুন কিছু আমরা দেখতে পাই না। ডাক্তার ছিল ১৫ হাজার, এখন ৩৩ হাজার ডাক্তার কাজ করে। নার্স ছিল ১৮ হাজার, এখন রয়েছে ৪৫ হাজার। গত চার বছরে এসব ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের জনসংখ্যা অনেক, তাই রাতারাতি সব সমস্যার সমাধানতো করতে পারবোনা। তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সবসময় কাজ করে যাচ্ছে। এমনকি করোনার সময় অন্যান্য মন্ত্রণালয়ের লকডাউন থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কাজ বন্ধ ছিল না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমাদের ধৈর্য ধারণ করে সেগুলো দেখতে হবে। আজকের ডেন্টাল কলেজের উন্নয়নের আরেক ধাপ এগিয়ে গেল। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আমাদের বিরোধীরা যাই বলুক, তারা তো যুদ্ধের সময়, সংগ্রামের সময়, নির্বাচনের সময় এমনকি করোনা যুদ্ধেও আমাদের সঙ্গে ছিল না। তাদের সমালোচনায়, টিভি পর্দায় এবং পত্রিকার পাতায় আমরা পেয়েছি, কিন্তু মানুষের পাশে আমরা তাদের পাইনি। আলোচনা সভার পূর্বে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি, আইসিইউ এবং বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধন করেন। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক বোরহান উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম