ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে শীতে কাঁপছে উত্তরের জেলা রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ বাজারে বাড়তি চাহিদার মধ্যেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক জবির প্রথমবর্ষের ভর্তি আবেদন শেষ, আসনপ্রতি লড়াই করবেন ৭১ শিক্ষার্থী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত, শিশু ৪৩ ভারতে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বানাচ্ছে রাশিয়া ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা ফিফা শান্তি পুরস্কার পেয়ে যা বললেন ট্রাম্প

আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিতর্কচর্চা গড়ে উঠুক: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২২,  3:29 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। বিতর্কচর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তোলে। বিতর্কচর্চা শুধু পাঠ্যবই নয়, এর বাইরেরও প্রসারতা ও গভীরতা বাড়াতে সহযোগিতা করে। তিনি আরও বলেন, বিতর্ক মানুষকে পরমতসহিষ্ণু হতে শেখায়। বিতর্কের মাধ্যমে সে জানে একই বিষয়কে অনেক দিক থেকে দেখার সুযোগ রয়েছে এবং অনেক ধরনের যুক্তি রয়েছে তার পক্ষে-বিপক্ষে। শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠান উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আর তাতে সারা দেশ থেকে এসেছে বিতার্কিকরা। এটি সম্ভবত বিতর্ক উৎসবের সর্ববৃহৎ মিলনমেলা। মন্ত্রী বলেন, আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিতর্কচর্চা গড়ে উঠুক। যে প্রতিষ্ঠানে বিতর্কচর্চা নেই সেখানে চালু করা হোক। এছাড়া মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে আমরা চাই ক্লাবভিত্তিক বিতর্কচর্চা গড়ে উঠবে। বাংলাদেশে এই বিতর্কচর্চার ঐতিহ্য রয়েছে। এ কারণেই উৎসবে দেশসেরা বিতার্কিকরা উপস্থিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মঞ্জুরুল করিম, সাবেক মুখ্য সচিব, কবি কামাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক বিতার্কিক ডা. আবদুল নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজম। এ বিতর্ক উৎসবের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম, ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও চাঁদপুর প্রেসক্লাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম