ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির শিশু সাজিদের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ১১ তরুণ-তরুণী ধরা

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫,  2:04 PM

news image

খুলনায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক ও লোয়ার যশোর রোডের হোটেল এনিটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে হাসিব (২৫), রমজান মোড়ল (২৪), নয়ন মোল্যা (৩২), মাকসুদুল ইসলাম (২৪) ও সাব্বির হাওলাদারসহ (১৮) তরুণীরা রয়েছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডের হোটেল এনিটা আবাসিকে একযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়। অভিযান শেষে আটককৃতদের থানায় নেওয়া হয় এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খুলনা শহরে দীর্ঘদিন ধরে কিছু আবাসিক হোটেলে গোপনে অসামাজিক কার্যক্রম চলছে— এমন অভিযোগ পুলিশের কাছে আসছিল। পরে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।  তিনি আরও বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নাগরিক নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম