ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

আবারো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  3:32 PM

news image

ওপেনিংয়ে বাংলাদেশের ব্যর্থতা চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচেও সাইফ হাসানের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে পারলেন না এই তরুণ ব্যাটসম্যান। শাহীন শাহ আফ্রিদির বলে গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন তরুণ এই ওপেনার। সাইফের পর টিকতে পারলেন না মোহাম্মদ নাঈমও। পরের ওভারেই তাঁকে ফাঁদে ফেলেন মোহাম্মদ ওয়াসিম। দলীয় ৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ।

দুই উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। কিন্তু আফিফ, শান্ত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসানকে ফিরিয়ে ফের ম্যাচের লাগাম টেনে ধরেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারল না লাল-সবুজের দল। ওপেনিং জুটির ব্যর্থতায় শুরুতেই ধাক্কা খেল স্বাগতিকরা। গতকাল শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েও পারেনি বাংলাদেশ। অল্প পুঁজি নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যায় ৪ উইকেটে। প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের। তাই সিরিজে টিকে থাকতে আজ জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। অধিনায়ক মাহমুদউল্লাহও আজ আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামার আভাস দিয়েছেন। গত ম্যাচের হারের পর তিনি বলেছিলেন, 'যখন আমরা টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলাম তখন, উইকেট দেখেই মনে হয়েছিল ব্যাটিংয়ের জন্য খুব ভালো হবে। কিন্তু পরে দেখলাম বোলারদেরও বেশ সাহায্য করল। আশা করি, আরও ভালো পরিকল্পনা নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে পারব।’

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম