ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ: সাত হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

#

১৫ মে, ২০২৫,  11:27 AM

news image

বিশ্বজুড়ে প্রায় সাত হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনের পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা পরিচালন কাঠামো ঢেলে সাজাচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, কাজের গতি বাড়াতে এবং কাঠামোকে আরও দক্ষ করতে মাঝারি স্তরের কিছু পদ বাদ দেওয়া হচ্ছে। এর ফলে কাজের জবাবদিহি বাড়বে এবং যাঁরা প্রকৃত প্রযুক্তিগত কাজে যুক্ত, তাঁদের গুরুত্ব আরও বাড়বে। এই সময় মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেঘভিত্তিক প্রযুক্তিতে বড় আকারের বিনিয়োগ করছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই খাতে নজর দিচ্ছে তারা। নতুন প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারের জন্য বিপুল অর্থ বরাদ্দ রাখা হলেও অন্যান্য খাতে খরচ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ছাঁটাইয়ের ঘোষণা এলেও চলতি বছরের মার্চ-এপ্রিল প্রান্তিকে তাদের আয় ছিল প্রায় ৭০ বিলিয়ন ডলার এবং নিট লাভ প্রায় ২৬ বিলিয়ন ডলার। ২০২৩ সালে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এরপর এটিই তাদের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা। প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠানকেই একই ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। তথ্য সূত্র: সিএনএন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম