ঢাকা ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে ফুটপাত ও হকারমুক্ত করায় স্বস্তিতে লাখো শ্রমিক ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা ক্যাসিনো সম্রাটের সাজা ঘোষণা আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর বিপুল সংখ্যক জামিন দেওয়ায় হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা তলব ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই’

আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ: সাত হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

#

১৫ মে, ২০২৫,  11:27 AM

news image

বিশ্বজুড়ে প্রায় সাত হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনের পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা পরিচালন কাঠামো ঢেলে সাজাচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, কাজের গতি বাড়াতে এবং কাঠামোকে আরও দক্ষ করতে মাঝারি স্তরের কিছু পদ বাদ দেওয়া হচ্ছে। এর ফলে কাজের জবাবদিহি বাড়বে এবং যাঁরা প্রকৃত প্রযুক্তিগত কাজে যুক্ত, তাঁদের গুরুত্ব আরও বাড়বে। এই সময় মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেঘভিত্তিক প্রযুক্তিতে বড় আকারের বিনিয়োগ করছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই খাতে নজর দিচ্ছে তারা। নতুন প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারের জন্য বিপুল অর্থ বরাদ্দ রাখা হলেও অন্যান্য খাতে খরচ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ছাঁটাইয়ের ঘোষণা এলেও চলতি বছরের মার্চ-এপ্রিল প্রান্তিকে তাদের আয় ছিল প্রায় ৭০ বিলিয়ন ডলার এবং নিট লাভ প্রায় ২৬ বিলিয়ন ডলার। ২০২৩ সালে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এরপর এটিই তাদের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা। প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠানকেই একই ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। তথ্য সূত্র: সিএনএন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম